Course detail

শিক্ষার্থীদের বিভাগসমূহ

অত্র কলেজের শিক্ষাকার্যক্রম মােট তিনটি স্বয়ংসম্পূর্ণ গ্রুপে (বিভাগ) বিভক্ত।প্রতিটি বিভাগ প্রয়ােজনীয় শিক্ষা সরঞ্জামসহ পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ, যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবাের্ড, ঢাকা কর্তৃক অনুমােদিত ও প্রবিধানমালা অনুসৃত। বিভাগগুলাে হলাে :

event-2.jpg

Science

post-3.jpg

Commerce

post-2.jpg

Humanities

এটি শিক্ষা কার্যক্রমের একটি পরিপূর্ণ প্রায়ােগিক বিভাগ। এ সংক্রান্ত বিষয়গুলােকে প্রয়ােগভিত্তিক (Practical Oriented) করে এমনভাবে পাঠদান করা হয় যাতে করে প্রত্যেক শিক্ষার্থী আলােচ্য বিষয়টি আয়ত্ব করতে সক্ষম হয় অতি সহজে। এক্ষেত্রে আমাদের অত্যাধুনিক ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ যােজক হিসেবে ভূমিকা রাখে।

অভিজ্ঞ, দক্ষ, মেধাবী ও বাগ্মি শিক্ষক দ্বারা পাঠদান করে সংশ্লিষ্ট বিষয়গুলােতে শিক্ষার্থীকে পারদর্শী করে গড়ে তােলার সর্বাত্মক চেষ্টা করা হয়। এক্ষেত্রে গ্রুপ ওয়ার্ক, এ্যাসাইনমেন্ট, বারওয়ারি বিতর্ক, গ্রুপ ডিস্কাসন ও দুর্বল শিক্ষার্থীদেরকে বাড়তি তত্ত্বাবধানে বিশেষ ভূমিকা রাখছে।

ব্যবসায় শিক্ষার অধিকাংশ বিষয়ই প্রায়ােগিক। সংশ্লিষ্ট বিষয়গুলাে প্রয়ােগভিত্তিক (Practical Oriented) করে প্রয়ােজনীয় শিক্ষা সরঞ্জামসহ প্রাসঙ্গিক পাঠগুলাে সহজ ও মজার করে উপস্থাপনের সর্বাত্মক চেষ্টা করা হয়।

What is my total cost?