About Us

কলেজ পরিচিতি

আধুনিক নাগরিক, সফল ব্যক্তিত্ব, মানবিক মূল্যবােধ ও সৎ চরিত্রবান জাতি গঠনে ঢাকার অদূরে সাভারের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘লিজেন্ড কলেজ একটি প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠান। ‘লিজেন্ড কলেজ’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবাের্ড, ঢাকা- এর নিয়ম-কানুনের আওতায় লিজেন্ড ট্রাস্ট’ পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ত্রিশ লক্ষ অধিবাসী অধ্যুষিত অত্র অঞ্চলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আধুনিক ও যুগােপযােগী শিক্ষাদানের লক্ষ্যে লিজেন্ড কলেজের প্রতিষ্ঠা। প্রচেষ্টা জাতি গঠনে’- এ স্লোগানকে ধারণ করে এগিয়ে চলছে লিজেন্ড ট্রাস্টের শিক্ষা কার্যক্রম।

গুণগত শিক্ষা নিশ্চিত করে দক্ষ মানবসম্পদ উপহার দেয়ার লক্ষ্যে বাের্ডের অনুসৃত নীতি ও পদ্ধতির আলােকে গ্রুপ ডিসকাসন ব্যবস্থায় শিক্ষা কার্যক্রম পরিচালনা কলেজের শিক্ষাদানের একটি নিজস্ব পদ্ধতি। উন্নত বিশ্বের সাথে প্রতিযােগিতায় টিকে থাকতে একুশ শতকের চ্যালেঞ্জ মােকাবেলায় শিক্ষার্থীদের গড়ে তুলতে এ প্রতিষ্ঠান সদা প্রস্তুত। এ কলেজের রয়েছে। স্বয়ংসম্পূর্ণ তিনটি শাখা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বহুমুখী বিকাশ সাধনে সারা বিশ্বে যে নতুন ধারণার উন্মেষ ঘটেছে তা বাস্তবায়নের লক্ষ্যে লিজেন্ড কলেজ প্রয়ােজনীয় শিক্ষা উপকরণ ও তার ব্যবহার নিশ্চিত করেছে।

লিজেন্ড কলেজ শিক্ষার্থীদের ভেতরে দৃঢ় চেতনা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে উন্নত। জাতি গঠনে ও জাতীয় অগ্রগতিতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সদা সচেষ্ট।

প্রাশাসনিক অবকাঠামো

“লিজেন্ড কলেজ” লিজেন্ড ট্রাস্ট কর্তৃক গঠিত উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নিয়ম- কানুনের অধীনে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজের নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দাযিত্ব পালন করেন লিজেন্ড ট্রাস্ট সভাপতি জনাব মোঃ নুরুল হক। কলেজ সংক্রান্ত যাবতীয় নিয়ম -নীতি লিজেন্ড ট্রাস্ট নির্ধারণ করে থাকে।

লিজেন্ড ট্রাস্ট

সামাজিক অবক্ষয়ের প্রান্তে দাঁড়িয়ে আজ দেশ ও জাতি দিশেহারা। তাই সমাজের কল্যাণে কাজ করার মানসিকতায় একদল মানুষ নিজেদের শ্রম ও অর্থ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে ‘লিজেন্ড ট্রাস্ট’ শিরোনামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও রেজিস্ট্রিভুক্ত। লিজেন্ড ট্রাস্টের নানামুুখী সমাজকল্যাণমূলক পরিকল্পনার প্রথম প্রয়াসই হলো ‘লিজেন্ড কলেজ’। লিজেন্ড ট্রাস্টের সকল সদস্য এ কলেজের মূল চালিকাশক্তি।

5000+

Happy Students

15+

Courses

35+

Our Teachers

20+

Awards Won

লিজেন্ড কলেজের কতিপয় বৈশিষ্ট্যাবলি

১. লিজেন্ড কলেজ, লিজেন্ড ট্রাস্ট এর একটি শিক্ষা কার্যক্রম।

২. বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষকমন্ডলী কর্তৃক পরিচালিত।

৩. স্ব স্ব বিষয়ে দক্ষ ও মেধাবী শিক্ষক দ্বারা পাঠদান।

৪. Group Discussion পদ্ধতিতে পাঠদান ও পাঠ অনুশীলন।

৫. বায়ােমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রাত্যহিক উপস্থিতি, অনুপস্থিতি SMS এবং পরীক্ষার ফলাফল

ও নােটিশ তাৎক্ষণিক SMS এর মাধ্যমে অভিভাবককে জানানাে হয়।

৬. কলেজের অফিস ব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশ সফটওয়্যার নিয়ন্ত্রিত।

৭. সকল শিক্ষার্থীকে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে বিভক্ত করে একজন আন্তরিক শিক্ষকের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা।

৮. ক্লাস টেস্ট, টিউটোরিয়াল ও সিমেস্টার পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীর মানােন্নয়ন।

৯. সমৃদ্ধ লাইব্রেরি ও নিবিড় পাঠানুশীলনের পরিবেশ।

১০. পর্যাপ্ত অত্যাধুনিক যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি সমদ্ধ সপরিসর বিষয়ভিত্তিক (রসায়ন, পদাথবউতান ও | জীববিজ্ঞান) স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি এবং সুপরিসর মাল্টিমিডিয়া ও কম্পিউটার সমৃদ্ধ আইসিটি ল্যাব

১১. সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ ও কলেজ ক্যান্টিন এর ব্যবস্থা।

১২. শিক্ষা সফর ও বিনােদনের ব্যবস্থা ।

১৩. সপ্তাহব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপনের মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের এ

১৪. উন্নত ও নৈতিক গুণাবলি অর্জনে বিশেষ গুরুত্বারােপ ।

15. পরামর্শ গ্রহণের লক্ষ্যে কলেজ বিল্ডিং এর নিচ তলায় পরামর্শ বক্স স্থাপন।

১৬. অভিভাবক সমাবেশের মাধ্যমে ফলাফল প্রকাশ ও মতবিনিময় সভা।

১৭. ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি প্রক্রিয়া, মেধা ও অপেক্ষমান তালিকা, সিলেবাস, পাঠ্য পারক

পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস, ফলাফল ইত্যাদি পাঠ্যক্রমের সকল বিষয় ৩

line এ প্রকাশ।।

১৮. অভিভাবক ও শিক্ষকগণের জন্য রয়েছে WiFi সুবিধা।

১৯. সম্পূর্ণ কলেজ প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ সমূহ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয়।

২০. মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা হয়।

২১. নিয়মিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সিমেস্টার পরীক্ষাঃ | করা হয়।

২২. বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসহ অভ্যন্তরীণ অনুষ্ঠানসমূহ নিজস্ব ৩

হয়ে থাকে।

২৩, প্রতিবছর নিয়মিত ‘একুশে দেয়ালিকা প্রকাশ করা হয়।

 

Your Future Starts Here.